Thursday, July 17, 2025
Touch of Honesty in Every Column

যুদ্ধবিরতির চেয়ে দ্বন্দ্বের ‘সত্যিকারের অবসান’ ভালো: ট্রাম্প

Must read

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ‘সত্যিকারের অবসান’ চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি সংঘাতের ‘সত্যিকারের অবসান’ চান—যা অস্ত্রবিরতির চেয়েও কার্যকর। তবে তিনি এটিও স্বীকার করেছেন যে আলোচনার প্রচেষ্টা পুরোপুরি পরিত্যাগ করাও একটি বিকল্প হতে পারে।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘একটা শেষ।সত্যিকারের শেষ। কোনো যুদ্ধবিরতি নয়। একদম শেষ করে দেওয়া। কিংবা পুরোপুরি ছেড়ে দেওয়া—তাও ঠিক।’ তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বোঝা যাবে ইসরায়েল হামলার গতি কমাবে নাকি বাড়াবে। ট্রাম্প বলেন, ‘আপনারা দেখতে পাবেন। এখন পর্যন্ত কেউ থামেনি।’আজ মঙ্গলবার ট্রাম্প ‘সিচুয়েশন রুমে’ জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন।যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে সংঘাতে জড়ায়, তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসনিশ্চিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,‘আমি আশা করি তার আগেই তাদের কর্মসূচি ধ্বংস হয়ে যাবে। ইরানকে পারমাণবিক অস্ত্র অধিকারী হতে দেওয়া হবে না।’তেহরান থেকে লোকজন সরানোর আহ্বান প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি কোনো নির্দিষ্ট হুমকির কারণে নয়, বরং পরিস্থিতি বিবেচনায় মানুষের নিরাপত্তার জন্যই। তিনি বলেন, ‘আমি শুধু চাই মানুষ নিরাপদে থাকুক… যেকোনো কিছু ঘটতে পারে। তাই নিরাপদ থাকাই ভালো।’

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article